লেখা পাঠানোর নিয়মাবলী

লেখা পাঠানোর নিয়মাবলী

কলমের শক্তি তরবারির চেয়ে অনেক বেশি – এই প্রবাদ বাক্যটা অনেক পুরোনোI গঠনমূলক, সুস্থ ও প্রগতিশীল লেখা পারে একটি সমাজের মানুষকে অনুপ্রাণিত করতেI তাই আমরা খুঁজছি সেই ধরণের কিছু উন্নত মনা মানুষের ও তাদের শক্তিশালী শব্দের যা অনুপ্রাণিত করবে লাখো পাঠককেI

যে কেউ আমাদের এই প্লাটফর্ম এ তার লেখা সাবমিট করতে পারবেI লেখা পাঠানোর জন্য নিচের বিষয় গুলো খেয়াল করুন –

 

যে সব লেখা আমরা প্রকাশ করবো

  • নারীর ক্ষমতায়ন
  • সুসাস্থ্য (খাদ্যাভ্যাস, প্রেগন্যান্সি, মেডিকেল টিপস)
  • অনুপ্রেরণার গল্প
  • ক্যারিয়ার বিষয়ক
  • সাম্প্রতিক ঘটনা
  • যে কোনো গঠনমূলক ও সামাজিক বিষয়
  • আন্তর্জাতিক অঙ্গনের গল্প যা অনুপ্রেরণা যোগায়

যে সব লেখা আমরা প্রকাশ করবো না

  • কোনো ধরণের রাজনৈতিক বিষয়
  • এমন কোনো বিষয় যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করে
  • কোনো ধরণের আপত্তিকর, অসামাজিক ও অপো সংস্কৃতিমনা চিন্তাধারা
  • অন্য কারো লেখা বা অন্য কোথাও প্রকাশিত লেখা

লেখা সাবমিট করার নিয়মাবলী- 

  • লেখার আকৃতি ৫০০-৭০০ শব্দের মধ্যে
  • এমন লেখা যা পাঠককে আকৃষ্ট করে
  • এমন লেখা যা অনুপ্রেরণা যোগায়
  • বিশুদ্ধ চলিত ভাষায় লেখা
  • আমাদের বাংলা ওয়েবসাইট এর লগইন পেজ এ ভিসিট করুন (https://bangla.thestarmums.com/user-dashboard/) ও নিজের অথর প্রোফাইল তৈরী করুন
  • যদি আপনার লেখা আমাদের সব নিয়মাবলী অনুযায়ী হয়, তবে আমাদের চিফ এডিটর আপনার লেখা পাবলিশ করার অনুমতি দিবেন
  • যেসব লেখকের লেখা আমাদের পছন্দ হবে, তাদের জন্য উপযুক্ত সম্মানীর ব্যবস্থা আছে
  • প্রতি মাসে আমরা একজন লেখককে বাছাই করবো “শ্রেষ্ঠ লেখক” হিসেবে এবং তাকে  ২০০০ টাকা (নগদ অথবা সমমূল্যের উপহার সামগ্রী) দেয়া হবেI

যে কোনো প্রশ্ন থাকলে ইমেইল করুন – thestarmums@gmail.com