আপনার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য ৫টি গুরুত্বপূর্ণ কৌশল

আপনার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য ৫টি গুরুত্বপূর্ণ কৌশল

সদ্য গ্রাজুয়েশন শেষ করার পর আমরা ছুটতে থাকি কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরির খোঁজে। কিন্তু বাস্তবে আমরা এমন একটি পরিবেশে প্রবৃদ্ধির সুযোগ চাই যা খুবই প্রতিযোগিতাপূর্ণ। এখন শুধু কাজের অভিজ্ঞতাই আপনার কাঙ্খিত চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নয়। আজকের চাকরির বাজারে শক্ত প্রতিযোগিতা ও প্রত্যাশিত নিয়োগকর্তাদের সামনে টিকে থাকার জন্য নিজেকেই প্রস্তুত হতে হবে। দুর্ভাগ্যবশত, কিছু গুরুত্বপূর্ণ ভুলের জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরি পাচ্ছেন না এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে ভুলগুলো করছেন তা আপনি বুঝতেও পারছেন না। আপনার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য ৫টি গুরুত্বপূর্ণ কৌশল যা অবশ্যই মনে রাখবেন –

রিজ্যুমি (Resume)

বর্তমানে যেসব নিয়োগকর্তারা অনলাইনে চাকরির পোস্টগুলো করছেন তারা এত বিপুল পরিমাণ রিজ্যুমি পাচ্ছেন যে সবগুলো পড়ার সময় তাদের নেই। আর এটা সম্ভবও না প্রতিটা শব্দ পড়া। অনেক সময় তারা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড এর জন্য খোঁজ করে যা চাকরির ঐ নির্দিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে রেফারেন্স হিসেবে আপনি আপনার কাজগুলো তালিকাভুক্ত করতে পারেন এবং নিয়োগকর্তা যে দক্ষতাগুলো খুঁজচ্ছেন তার সাথে সামঞ্জস্য রেখে আপনার দক্ষতাগুলোকে হাইলাইট করে দিন যেন উপযুক্ত দক্ষতাগুলো রিজ্যুমিতে সহজেই চোখে পড়ে।

পার্সোনাল ব্র্যান্ড (Personal Brand)

আপনার রিজ্যুমি আপনাকে সুস্পষ্ট ভাবে উপস্থাপন করলেও এটা কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ অনলাইনেও নিজেকে সুন্দরভাবে তুলে ধরা। নিয়োগকর্তারা এখন সামাজিক মিডিয়া এবং ইন্টারনেটের সুবিধা গ্রহণ করছেন। আপনাকে আরো বেশি জানতে, উপযুক্ত কর্মী হিসেবে নিয়োগ করতে আপনার একাউন্টে তারা যে কার্যকলাপগুলো দেখছেন তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিচ্ছেন। সামাজিক মাধ্যমের ব্যক্তিগত একাউন্টে প্রাইভেসি সেটিংস খুব বেশি ভালো করবেন যাতে আপনার চাটুকার কার্যকলাপ আপনার স্বপ্নের চাকরির জন্য নেতিবাচক না হয়। এক্ষেত্রে সব সামাজিক মিডিয়াকে আড়াল করা উচিত নয়। বিশেষত লিংকডইন প্রোফাইলের ক্ষেত্রে, একটা সক্রিয় প্রোফাইল রাখা গুরুত্বপূর্ণ। তবে অন্য মিডিয়াগুলোও এর পাশাপাশি বিবেচনা করা উচিত। লিংকডইন প্রোফাইলে শুধু আপনার ডিগ্রির আপডেট নয়, পাশাপাশি আপনার দক্ষতার কিছু আকর্ষণীয় বিষয় বস্তু তুলে ধরার জন্যও এই প্লাটফর্ম ব্যবহার করা উচিত।

ইন্টারভিউয়ের প্রস্তুতি (Interview preparation)

ইন্টারভিউয়ের সময় যখন আপনি হাঁটছেন তখন আপনাকে আগ্রহী দেখাতে হবে এবং কোম্পানি সম্পর্কে মূল তথ্য জানতে হবে। ইন্টারভিউ শেষে কোম্পানি সম্পর্কে চিন্তাশীল প্রশ্ন করতে হবে যেন আপনার আগ্রহ প্রকাশ পায়। তবে এমন কোন প্রশ্ন করবেন না যেটা মাত্র ২ মিনিটে গুগল সার্চে উত্তর খুঁজে পাবেন। এটাতে আপনি যে অলস ও উদাসীন সেটি প্রতীয়মান হবে। কোম্পানি সম্পর্কে আগে থেকেই অধ্যায়ন করুন ও চলতি বিষয়গুলো নিয়ে গবেষণা করুন এবং নিয়োগকর্তার প্রশ্নের উত্তর দিতে ও প্রশ্ন করতে আপনার অর্জিত জ্ঞানকে প্রদর্শন করুন।

পোশাক (Attire )

ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোম্পানীর নির্ধারিত পোশাক থাকলে অবশ্যই সে পোশাক পড়েই যাবেন। আর নির্ধারিত পোশাক না থাকলে ফরমাল এবং মানানসই পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেদের ক্ষেত্রে সাদা শার্ট, প্যান্ট এবং কালো সুজ পছন্দ করতে পারেন; তবে সুজ যেন বেশি স্টাইলিশ না হয় সেদিকে খেয়াল রাখবেন। মেয়েরা শাড়ি পরতে পারেন তবে শাড়ি যেন খুব উজ্জ্বল বর্ণের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ইন্টারভিউয়ে ক্ষেত্রে খুব বেশি গয়না না পরাটাই ভাল। আপনার ব্যক্তিত্বের সাথে যায় এমন পোষাক পরিধান করুন।

ফলো-আপ (Follow-up)

ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে নিয়োগকর্তাদের কাজ থেকে নেতিবাচক কথা না শোনা পর্যন্ত এমন কোনো ইঙ্গিত করবেন না যে আপনার চাকরিটা হচ্ছে না। কারণ ফলাফল যাই হোক না কেন, ইন্টারভিউয়ের পর ফলো-আপ থাকাটা জরুরি। সেইসাথে ওই কোম্পানিতে পুনরায় আবেদন করার আগ্রহ প্রকাশ করুন এবং সাথে সাথে আপনাকে সময় দেওয়ার এর জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করুন। যদি আপনি চাকরিটি পেতে সক্ষম নাও হন, তবুও আপনি খুব ভালোভাবে বিস্মৃত হতে পারবেন।

আপনার স্বপ্নের চাকরি যাই হোক না কেন, যদি আপনি প্রয়োজনীয় দক্ষতা গুলো অর্জনে কঠোর পরিশ্রম করেন এবং রিজ্যুমি’ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত এই পরামর্শ গুলি অনুসরণ করেন, তবে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে অবশ্যই সক্ষম হবেন। পরিশ্রম আপনাকে কখনও আশাহত করবে না।

Sumyia Mira

Sumyia Akter Mira is an editorial assistant at Starmums and as well as she works on several social activities to create positive cognition among the people. She's currently studying Geography and Environmental Studies Department, University of Rajshahi. Passionately loves leadership practice, reading books and travelling during leisure time. সুমাইয়া আক্তার মিরা স্টারমামস্ এর একজন এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং সেই সাথে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে কাজ করেন । তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে অধ্যয়ন করছেন । অবসরে নেতৃত্ব চর্চা, বই পড়া আর ভ্রমণ করতে ভালোবাসেন।

Leave a Reply