নিজের সম্পর্কে জানুন, SWOT analysis করুন

নিজের সম্পর্কে জানুন, SWOT analysis করুন

আধুনিক ব্যবসায়িক জগতে একটা বহুল প্রচলিত তত্ত্ব বা থিওরি আছে – SWOT Analysis.  SWOT – এই থিওরিটা সাধারণত একটা প্রতিষ্ঠান বা কোনো পরিস্থিতি বা কোনো ভবিষ্যত দিক নির্দেশনার ক্ষেত্রে ব্যবহার করা হয়।  SWOT এর মাধ্যমে আপাত দৃষ্টিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভালো বা মন্দ, সুবিধা বা অসুবিধা গুলা বুঝা যায়। SWOT শব্দটি ৪টি শব্দের আদ্যক্ষর নিয়ে গঠিত । শব্দ চারটি হলঃ

– Strengths (শক্তি),

– Weaknesses (দুর্বলতা),

– Opportunities (সুযোগ),

– Threats ( হুমকি )

SWOT থিওরিটা কিন্তু ব্যক্তি পর্যায়েও ব্যবহার করা যেতে পারে। আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে SWOT analysis করে দেখতে পারি যে কোন কোন বিষয় আমাদের জন্য পজিটিভ এবং কোন বিষয় গুলো নেগেটিভ হয়ে দাঁড়াতে পারে। প্রতিটি মানুষ একে অপরের থেকে ভিন্ন। সবারই কিছু নির্দিষ্ট বিষয়ে ভালো দক্ষতা রয়েছে, তেমনি কিছু বিষয়ে রয়েছে দুর্বলতাও। আসুন একটু বিশ্লেষণ করা যাক –

Strengths (শক্তি)
প্রত্যেকটি মানুষের কিছু বিশেষ গুণাবলী আছে যা তাকে সবার থেকে আলাদা করে এগুলোই তার Strengths। এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন বিষয়ে ভালো যা আপনাকে সবার থেকে আলাদা করবে ।হতে পারে আপনি খুব ভালো লেখেন বা খুব ভালো গান করেন অথবা সহজেই যেকোন মানুষের সাথে মিশতে পারেন বা ভালো পড়াতে পারেন। প্রত্যেক মানুষেরই অবশ্যই এমন কিছু বিষয় থাকে যা সে খুব ভালোভাবে করতে পারে বা সেই কাজটিতে তার খুব দক্ষতা রয়েছে যা তাকে সবার থেকে আলাদা করে । আপনার ক্ষেত্রে এমন কোন কাজগুলো রয়েছে যেগুলো আপনাকে সবার থেকে আলাদা করে এবং আপনি সেই কাজগুলো করতে প্রচন্ড ভালোবাসেন। আপনার পছন্দের সেই কাজগুলোই আপনার Strengths.

Weaknesses (দুর্বলতা):
কোন মানুষের পক্ষে সম্ভব নয় সব বিষয়ে দক্ষ হওয়া, সবারই কোন না কোন বিষয়ে দুর্বলতা থাকে। যে বিষয়গুলো তাকে বর্তমানে কিংবা ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। আপনার ক্ষেত্রে এমন কোন বিষয়গুলো রয়েছে যেগুলোর জন্য আপনাকে বিপদে পড়তে হয়, মানুষের সামনে লজ্জাকর পরিস্থিতির শিকার হতে হয়। হয়তো আপনি অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ইতস্তত বোধ করেন, ইংরেজিতে ভালভাবে কথা বলতে পারেন না কিংবা কোন সিদ্ধান্ত একা নিতে পারেন না – এগুলো আপনার Weaknesses.

SWOT analysis এর ক্ষেত্রে Strengths ও Weaknesses হলো আপনার আভ্যন্তরীণ বিষয় যা আগে থেকেই আপনার মাঝে বিদ্যমান থাকে। Susan Gale বলেন – “Sometimes you don’t realize your own strength until you come face to face with your greatest weakness.” তাই ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে আপনার Strengths ও Weaknesses এর পৃথক পৃথক তালিকা তৈরি করুন।

Opportunities (সুযোগ):
আপনার Strengths এর তালিকা থেকে যে কাজটির সবচেয়ে ভালো দক্ষতা আপনার আছে সেটি বাছাই করুন । এর জন্য আপনি কি কি Opportunities পাবেন তার তালিকা তৈরি করুন। যদি আপনি একজন ভালো লেখক/লেখিকা হোন, তাহলে আপনার জন্য ক্যারিয়ার Opportunities হতে পারে আপনি অনেক বই লিখতে পারেন, ফিল্যান্সিং বা ফাইবারে লেখক হতে পারেন, ব্লগার হতে পারেন কিংবা কোন ভালো প্রত্রিকার লেখক বা কলামিস্ট হতে পারেন। সুতরাং এগুলো হবে আপনার ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে Opportunities যা সবার জন্য একই হবে না। তাই নিজের Strengths জেনে আজই আপনার ক্যারিয়ার Opportunities এর একটি লিস্ট তৈরি করুন।

Threats (হুমকি ):
আপনার Weaknesses এর লিস্ট তৈরি করে দেখুন আপনার পছন্দকৃত ক্যারিয়ারের জন্য কোন বিষয়গুলো Threats হতে পারে। যেমন – আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখেন আর ইংরেজিতে কথা বলায় যদি আপনার দুর্বলতা থাকে তাহলে স্বপ্নের ভবিষ্যৎ ক্যারিয়ারে যেতে পারবেন না কিংবা যদি ওই ক্যারিয়ারে যোগও দেন পরবর্তীতে বিভিন্ন কাজের ক্ষেত্রে, যোগাযোগে সমস্যার সম্মুখীন হবেন। তাই Threats সম্পর্কে পূর্বেই অবগত থাকলে সে অনুযায়ী নিজেকে এখন থেকেই প্রস্তুত করতে পারবেন যেন ভবিষ্যতে কোন সমস্যায় পড়তে না হয়।

Opportunities ও Threats হলো External (আপাত) বিষয় আগে থেকে সচেতন হলে খুব সহজেই এই বিষয়গুলোর তালিকা তৈরি করে নিজের ভবিষ্যৎ সম্ভাবনাকে করতে পারবেন আরো সুদৃঢ় । প্রয়োজনে আপনার বন্ধু বা পরিবারের সাথে পরামর্শ করুন আপনার পছন্দের ক্যারিয়ার সম্পর্কে বাইরের পরিপ্রেক্ষিতে । Strengths অনুযায়ী কাজ করলে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার সুন্দর হবে এবং প্রোফেশনাল ক্ষেত্রে উত্তরোত্তর সমৃদ্ধিও করতে পারবেন। আমাদের ব্যক্তিগত জীবনে SWOT ব্যাবহার করে নিজের জন্য উপযুক্ত ক্যারিয়ার বেছে নিতে পারি।

SWOT analysis এর জন্য সাধারণত নিচের ছকটি ব্যবহার করা হয়।  দেখুন না করে নিজের SWOT analysis এবং ভাবুন কিভাবে নিজের দুর্বলতা ও হুমকি গুলোকে শক্তি ও সুযোগে পরিণত করবেন।

 

Strengths:

 

Weaknesses:

 

 

Opportunities:

 

 

Threats:

 

Sumyia Mira

Sumyia Akter Mira is an editorial assistant at Starmums and as well as she works on several social activities to create positive cognition among the people. She's currently studying Geography and Environmental Studies Department, University of Rajshahi. Passionately loves leadership practice, reading books and travelling during leisure time. সুমাইয়া আক্তার মিরা স্টারমামস্ এর একজন এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং সেই সাথে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে কাজ করেন । তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে অধ্যয়ন করছেন । অবসরে নেতৃত্ব চর্চা, বই পড়া আর ভ্রমণ করতে ভালোবাসেন।

Leave a Reply