উদ্দীপ্ত নারী প্রতিযোগিতার বিজয়ী লেখক – তানহা তারান্নুম

উদ্দীপ্ত নারী প্রতিযোগিতার বিজয়ী লেখক – তানহা তারান্নুম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল সেই সব নারীদের গল্প গুলো তুলে ধরা যা সাধারণত অন্তরালেই থেকে যাই। আমাদের দেশের আনাচে কানাচে এমন অনেক মহিয়সী নারী রয়েছেন যাদের অবদান অমূল্য। তাদের অবদান শুধু ব্যক্তিগত পর্যায়েই প্রভাব ফেলেনি বরং প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমাদের সমাজকেও আলোকিত করেছে। প্রতিযোগিতাটির বিজ্ঞাপন সামাজিক মাধ্যমসহ, বিভিন্ন ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যায় । একমাসের কিছু বেশি সময় পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ ছিল – এরই মধ্যে অসংখ্য আগ্রহী মানুষ আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিযোগিতাটি সম্পর্কে জানার জন্য যোগাযোগ করে। আমাদের লাইভ চ্যাটিং প্লাটফর্মটা বেশ ব্যস্তই ছিল প্রতিদিন অসংখ্য জিজ্ঞাসাতে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রায় ২০০র  বেশি গল্প জমা পড়ে আমাদের ওয়েবসাইট এ। এতোগুলো গল্পের মধ্যে থেকে সবচেয়ে সেরা গল্পটি বেছে নেয়ার কাজটা ছিল অত্যন্ত দুরূহ। কারণ প্রত্যেকের গল্পই ছিল অনেক অনুপ্রেরণাময় আর  আবেগ মেশানো। কেউ কেউ তার নিজের মাকে নিয়ে লেখে, কেউ তার শিক্ষক কে নিয়ে, কেউ তার প্রিয় মানুষটির গল্প লিখে যার অবদান সবচেয়ে বেশি ছিল।

আমরা সবচেয়ে অবাক হয়েছি গল্প গুলোর লেখকদের অভাবনীয় লেখনীশৈলীতে। বেশির ভাগ লেখকই ছিল ২৫-৩০ বছরের এর  কোঠায় অথচ তাদের লেখা গুলো এতোটা  পরিশীলিত, উন্নত ও আবেগ মেশানো যা অনেক অনুপ্রেরণ যোগায় আমাদের। আমাদের আশা এইসব তরুণ লেখক তাদের লেখনী শক্তি দিয়ে আমাদের সমাজকে আরো অনেক উদ্দীপ্ত করে তুলবে।

অসংখ্য এই সুন্দর গল্প গুলো পড়ে আমাদের উদ্দীপ্ত নারীর আয়োজনটি সত্যিই সার্থক মনে হয়।

কিন্তু যেহেতু এটি একটি প্রতিযোগিতা ছিল তাই আমাদের সবচেয়ে সেরা গল্পটি বেছে নিতেই হয় নির্ধারিত মান দণ্ডের ভিত্তিতে। আমাদের সেরা গল্পটির লেখক তানহা তারান্নুম। তানহার গল্পটি ছিল তার প্রিয় নানী কে নিয়ে লেখা, যিনি একজন অত্যন্ত বলিষ্ট চরিত্রের অধিকারীনি মহিয়সী নারী   ছিলেন। নিজের জীবনে অসংখ্য ঝড় ঝঞ্ঝা ও প্রতিকূলতার সত্ত্বেও কখনো ভেঙে  পড়েননি। তার অবদান শুধু ব্যক্তি পর্যায়েই সীমাবদ্ধ ছিল না। ১৯৭১ এর ভয়াবহ যুদ্ধে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তি যোদ্ধাদের আশ্রয় দিয়ে সহযোগিতা করেন। অন্যান্য আর সব গল্পের থেকে এই গল্পটি অনেক ব্যতিক্রম ছিল – সেই সাথে তানহার সুন্দর লেখাও আমাদের অভিভূত করে। নিঃসন্দেহে তানহা একজন প্রতিভাবান লেখক এবং তার কলমের শক্তির মাধ্যমে সেও পারবে আরো অনেককে অনুপ্রাণিত করতে।

তানহার গল্পটি পড়ার জন্য এই লিংকটি তে ক্লিক করুন Aleya – A light

তানহার সাথে আমাদের কথোপকথন শুনতে ক্লিক করুন এই লিংকটিতে –

Tajzi Hossain

I am a free spirit, an artist by soul, a dreamer by nature and a mum of a princess. I like to make people around me happy and try to inspire everyone to find a better meaning of life.

Leave a Reply