যে কেউ একজন আইকন হতে পারে তার নিজ অবস্থানে – বুলবুল টুম্পা

যে কেউ একজন আইকন হতে পারে তার নিজ অবস্থানে – বুলবুল টুম্পা

আমরা সবাই কোন না কোন ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর জন্য নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছি। শুরুটা সবার শুরু থেকেই হয়। কিন্তু কেউ কেউ সেই শুরুটা কে নিয়ে যাই অনেক দূরে। নিজেকে প্রতিষ্ঠিত করে এমন একটা স্থানে যা অর্জন করা খুব সহজ নয়। আমরা যারা সেই সুউচ্চ স্থানে যেতে পারি না, তারা ভাগ্যের দোষ দেই। কিন্তু এমন অনেকেই আছে যারা অনেক প্রতিকূলতা, বাধা বিপত্তি সত্ত্বেও, ভাগ্যের অপেক্ষা না করে নিজের যোগ্যতা প্রমান করে। ঠিক তেমনি একটি নাম হলো বুল্বুল টুম্পা – যিনি বাংলাদেশের সেরা মডেল ও কোরিওগ্রাফার এর অ্যাওয়ার্ড পেয়েছেন বেশ কয়েকবার। মডেলিং এর পাশাপাশি প্রতিষ্ঠিত করেছেন নিজের মডেলিং স্কুল Runway by BulBul Tumpa যা অনুপ্রাণিত করছে আরো অনেক তরুণ তরুণীদের রাম্প মডেলিং ও কোরিওগ্রাফিতে।

টুম্পার শুরুটা কিন্তু সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি আর প্রতিকূলতাকে পার করে তাকে আসতে হয়েছে এই অবস্থানে। অনেক ছোট বয়সে টুম্পা তার মা বাবা কে হারান, যার ফলে সঠিক দিক নির্দেশনা দেয়ার কেউ ছিল না তার। তাছাড়া গায়ের রং সাদা নয় বলে অনেক বিরূপ মন্তব্য আর কটাক্ষ শুনতে হয়েছে প্রথম প্রথম। কিন্তু টুম্পা তার লক্ষ্যে সব সময় অটল আর অবিচল ছিলেন।

টুম্পা মনে করেন যে একটা মানুষের সবচেয়ে বড় গুন্ হলো সততা আর পরিশ্রম। এই দুইটা গুন্ থাকলে যে কেউ তার লক্ষ অর্জন করতে পারে। সেই সাথে থাকতে হবে এগিয়ে যাবার অনুপ্রেরণা। মনে রাখতে হবে যে – সবার জীবনেই কষ্ট আর প্রতিকূলতা থাকে। কিন্তু সেসব কষ্ট কে জয় করেই এগিয়ে যেতে হবে অভিষ্ঠ লক্ষ্যে। টুম্পার এই অনুপ্রেরণার গল্প শুনতে ক্লিক করুন আমাদের Youtube অথবা Soundcloud লিংক গুলোতে।

Starmums  সাথে থাকুন এই রকম আরো অনেক অনুপ্রেরণার গল্প শুনার জন্য …….

 

Tajzi Hossain

I am a free spirit, an artist by soul, a dreamer by nature and a mum of a princess. I like to make people around me happy and try to inspire everyone to find a better meaning of life.

Leave a Reply